বিয়ানীবাজারে বিদেশী সিগারেটসহ ২ জনকে গ্রেপ্তার
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:১৮:২৯,অপরাহ্ন ১১ জুলাই ২০১৯ | সংবাদটি ৫৫৮ বার পঠিতসিলেটের বিয়ানীবাজার থানা এলাকা থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।
বৃহস্পতিবার (১০ জুলাই) জলার বিয়ানীবাজার থানাধীন আছিরগঞ্জ বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার খাগাইল গ্রামের আরমান আলীর ছেলে হামিদ (৩২) ও একই এলাকার মো. সায়েদ আলীর ছেলে রায়হান উদ্দিন (২৬)।
শুক্রবার (১১ জুলাই) র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মো. শওকাতুল মোনায়েম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত দুজন পেশাদার চোরাচালানকারী। গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে সিলেট জেলার বিয়ানীবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছে আমদানি নিষিদ্ধ ১ লাখ ১৬হাজার পিস আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেট পাওয়া যায়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের সিলেট জেলার বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।