ভোলাগঞ্জের রেলওয়ে বাংকার এলাকায় ৫ চাঁদাবাজ আটক, নৌকা জব্দ
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৩৬:৩৯,অপরাহ্ন ১১ জুলাই ২০১৯ | সংবাদটি ৪২০ বার পঠিতসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সংরক্ষিত রেলওয়ের বাংকার এলাকায় বালু বোঝাই নৌকায় অবৈধভাবে চাঁদা উত্তোলন করার সময় ৫ জন চাঁদাবাজকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এসময় তাদের ব্যবহৃত একটি বালু বোঝাই নৌকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ২ টায় নৌকাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কালীবাড়ি গ্রামের রজন মিয়া, রাজনগর গ্রামের শাহজাহান, কোম্পানীগঞ্জ গ্রামের মোশাররফ, রফিক, হুসেন আহমদ।
এ বিষয়ে ভোলাগঞ্জ বাংকারের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আর,এন,বি)এএসআই সোবহান সেট নৌকা ও চাঁদাবাজ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।