বালাগঞ্জে আইন শৃঙ্খলা ও উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বালাগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ১০:০৯:৪৫,অপরাহ্ন ১২ জুলাই ২০১৯ | সংবাদটি ৪১৭ বার পঠিত
বালাগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন (বৃহস্পতিবার) বালাগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ও হল রুমে দুপুরে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুস সাকিবের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির ও উপজেলা পরিষদের সমন্বয় কমিঠির মাসিক এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর। আলোচনায় অংশনেন – সহকারী কমিশনার ( ভূমি) সুমন চন্দ্র দাশ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, বালাগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল হান্নান চৌধুরী, ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইউনুছ মিয়া, উপজেলা প্রকৌশলী এস আর এম জি কিবরিয়া, উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, ডাঃ তোফায়েল আহমদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক, বালাগঞ্জ বাজার বণিক সমিতির আহবায়ক শান্তিব্রত চৌধুরী, পল্লী বিদ্যুৎ এর এজিএম মোঃ আব্দুল বাতেন, তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম আকন্দ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার দাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হামিদা বেগম, প্রকল্প কর্মকর্তা প্রীতি ভুষন দাস, আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মোশাইদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, বি আর ডিবি রিপন আহমদ, পূর্বপৈলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, পূর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম নজম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাংবাদিক শাহাবুদ্দিন শাহীন, উপজেলা জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।