জ্বালানী গ্যসের মূল্য বৃদ্ধি মেনে নেয়া যায়না:মুশাহিদ আলী
খেলাফত মজলিস সিলেট জেলা শাখার নির্বাহী সভা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৩৯:৪৬,অপরাহ্ন ১২ জুলাই ২০১৯ | সংবাদটি ৪২৪ বার পঠিতখেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুজাহিদ আলী বলেছেন,’বিশ্ববাজারে যেখানে গ্যাসের দাম অর্ধেকে নেমে এসেছে,সেখানে বাংলাদেশে গ্যাসের দাম প্রায় ৩৩ ভাগ বাড়ানো হয়েছে। এধরনের দায়িত্ব জ্ঞানহীনতা ভোট ডাকাতির মাধ্যমে কায়েম হওয়া সরকারের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই বলে প্রতিয়মান হয়। গ্যাসের দাম বৃদ্ধির ফলে জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। ইতোমধ্যেই বাজারে অস্থিরতার সৃষ্টি হয়েছে। জনবিচ্ছিন্ন এ সরকারকে না সরাতে পারলে দেশের মানুষকে ধুঁকে ধুঁকে মরতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জুলমবাজ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।’
আজ বৃহস্পতিবার বিকেলে খেলাফত মজলিস সিলেট জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠকে তিনি সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলে। জেলা সেক্রেটারি মাওলানা নেহাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,সহ সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ ফজর আলী, মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা ওলিউর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল হাদী, বায়তুল সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, অফিস সম্পাদক হাফিজ মাওলানা খালেদ আহমদ, মাওলানা কামরুল ইসলাম, মুহাম্মদ আবদুল কাইয়ুম, হাফিজ মাওলানা আহমদ মাহফুজ আদনান, হাফিজ মাওলানা সানওয়ার আহমদ, মুহাম্মদ নুরুল হক প্রমুখ।
তিনি আরো বলেন, ‘ভরতে মুসলমানদের উপর আজ যে নির্যাতন-নিপিড়ন চলছে,তা এ সময়ের নিকৃষ্ট বর্বরতা ছাড়া কিছু নয়। যে মুসলমানদের রক্তের বিনিময়ে ভারত স্বাধীন হয়েছে, আজ সেই মুসলমানদেরকেই ভারত থেকে উৎখাতের ষড়যন্ত্র করা হচ্ছে। মুসলমানদের উপর সাম্প্রদায়িক হামলাসহ তাদের মানবাধিকার ও নাগরিক অধিকার হরণ করে প্রতিনিয়ত প্রকাশ্য রাজপথে নৃত্য করে বেড়াচ্ছে।
তিনি বলেন, আমরা মানবতাবিরোধী এসব নিষ্ঠুর আচরণের তিব্র নিন্দা ও প্রতিবাদের সাথে সাথে অনতিবিলম্বে এসব বন্ধে ভারতের সাম্প্রদায়িক সরকারের ওপর চাপ প্রয়োগের জন্য বিশ্বের সকল মানবতাবাদী শক্তির আহ্বান জানাচ্ছি।
সভা শেষে সিলেট জেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা শিব্বির আহমদের মাতা এবং গোলাপগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আবদুল আহাদের পিতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।