সিলেটে নৌযান থেকে চাঁদা আদায়কালে আটক ২
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৫৯:৫৮,অপরাহ্ন ১২ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৮৪ বার পঠিতসিলেট সদর উপজেলার বাদাঘাট এলাকাস্থ চেঙ্গেরখাল নদীতে নৌযান থেকে চাঁদা আদায়কালে দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃত দুজন হলো, জালালাবাদ থানাধীন কালারুকা গ্রামের মৃত হাজী মন্তাজ আলীর ছেলে আনফর আলী (৪০) ও কোম্পানীগঞ্জ উপজেলার চৈতনগড় গ্রামের মৃত আফতাব আলীর ছেলে সৈয়দুর রহমান (৩৫)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ জুলাই) শিবের বাজার পুলিশ ফাঁড়ির এসআই মো. আনোয়ারুল কামাল এলাকাবাসীর মাধ্যমে জানতে পারেন চেঙ্গেরখাল নদীতে চলাচলরত প্রতিটি নৌযান থেকে ১০০০-১৫০০ টাকা চাঁদা আদায় করছে।
খবর পেয়ে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে দেখেন মোগলগাঁও এবং খসরগাঁও (কালারুকা) গ্রামের মধ্যবর্তী চেঙ্গেরখাল গ্রাডার ব্রিজ থেকে আঁঙ্গ গাঙ্গের মুখ পর্যন্ত ১০/১২ জন লোক চলাচলরত পাথরবাহী বলগেট, কার্গো জাতীয় নৌযান থেকে নৌকা যোগে চাঁদা আদায় করছে। তাৎক্ষনিক ধাওয়া করে দুজনকে পুলিশ আটক করতে সক্ষম হয়। এছাড়া বাকি ৮/১০ জন পালিয়ে যায়।
এ ব্যপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, অভিযুক্তরা বিভিন্ন নৌযানকে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা মনোগ্রাম সম্বলিত রশিদ দিয়ে আবার কোন কোন নৌযানকে রশিদ ছাড়াই ভয়ভীতি প্রদর্শনপূর্বক ১০০০-১৫০০ টাকা করে চাঁদা আদায় করিয়া আসছিল।
এ ঘটনায় এসআই মো. আনোয়ারুল কামাল ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে জালালাবাদ থানায় মামলা (মামলা নং-১১ তাং-১১/০৭/২০১৯খ্রিঃ) দায়ের করেছেন। পলাতক অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেদান আল মুসা।