দক্ষিণ সুরমায় যুবক নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে লাশ উদ্ধার
টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ১০:৫০:০৮,অপরাহ্ন ১২ জুলাই ২০১৯ | সংবাদটি ৫০৯ বার পঠিতসিলেটের দক্ষিণ সুরমায় সিলাম ইউনিয়নের গোয়াল গাঁও থেকে নিখোঁজের তিনদিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) সকালে সিলাম গোয়ালগাঁও একটি পুকুর থেকে ঐ লাশটি উদ্ধার করে মোগলাবাজার থানা পুলিশ। উদ্ধারের সময় লাশটির শরিরে একাধিক আঘাতের চিহৃ ছিল বলে জানান স্থানীয়রা।
নিহত ঐ যুবক সিলাম ইউপি’র গোয়ালগাঁও গ্রামের আব্দুল নুরের ছেলে কামরান আহমদ (২৬)। সে গত বুধবার (১০ জুলাই ) নিখোঁজ হয়। আর শুক্রবার সকালে তার বাড়ির পুকুরে লাশ ভেঁসে উঠে।
উদ্ধারকৃত লাশের পরিবার সূত্র জানায়, গত বুধবার বিকালে কামরানের সাথে কথা হয় তার ভাইয়ের। এরপর রাতে আর দেখা হয়নি। পরদিন কামরানের কক্ষে গিয়ে তাকে খুঁজে পাওয়া যায়নি। এর পর থেকে কামরান নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে কামরানের লাশ তার নিজ বাড়ির পুকুরে ভেঁসে উঠে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয়রা মিলে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় লাশের মুখে , নাকে ও গলায় একাধিক আঘাতের চিহৃ রয়েছে বলে জানান নিহতের পরিবারের লোকজন। লাশটি উদ্ধারের পর এসএমপি’র মোগলাবাজার থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দক্ষিণ সুরমা উপজেলার ৫ নং সিলাম ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বখত জানান, গোয়ালগাঁওয়ে পুকুরে কামরান নামের এক যুবকের লাশ পাওয়া গেছে বলে তার কাছে সংবাদ আসে । তাৎক্ষনিক তিনি ঘটনাস্থলে যান এবং তিনি ও স্থানীয়দের সামনে পুলিশ পুকুর থেকে লাশ উদ্ধার করেন।
মোগলাবাজার থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন জানান, সিলাম ইউপি’র গোয়ালগাঁও গ্রামে নিজ বাড়ীর পুকুরে এক যুবকের লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তিনি আরো জানান, নিতের ভাই তাদেরকে জানিয়েছেন সর্বশেষ বুধবার (১০ জুলাই) কামরানের সাথে তাদের কথা হয়েছে। এরপর থেকে কামরান নিখোঁজ ছিলেন।
ওসি আরো জানান, উদ্ধারকৃত লাশের শরিরে যে আঘাতের চিহৃ রয়েছে। তা হয়তো পুকুরে পড়ে যাওয়ার পর পাথর, গাছের ডাল বা বাঁশের সাথে আঘাত লেগে এমন হতে পারে। তবে এ ব্যাপারে তদন্ত হচ্ছে। বর্তমানে থানায় অপমৃত্যু মামলা দাখিল করা হবে।