বালাগঞ্জ বাজার বনিক সমিতির নির্বাচন সম্পন্ন।
সভাপতি মোঃ জুনেদ মিয়া,সাধারণ সম্পাদক মোঃ কওছর আহমদ নির্বাচিত।
বালাগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ৮:২৭:০৫,অপরাহ্ন ১৩ জুলাই ২০১৯ | সংবাদটি ৬৫২ বার পঠিত
সভাপতি মোঃ জুনেদ মিয়া,সাধারণ সম্পাদক মোঃ কওছর আহমদ নির্বাচিত।
অদ্য ১৩ জুলাই শনিবার বালাগঞ্জ বাজার বনিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বালাগঞ্জ বাসষ্টেশনস্থ এম এ খান অডিটোরিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হয়
মোট ভোটার ছিল ৬৯৫ জন।
নির্বাচন কেন্দ্র ১ টি, বুথ ২ টিতে ভোট গ্রহন হয় । মোট ৬৬৯ জন ভোটার ভোট প্রদান করেন। ৮টি ভোট বাতিল করা হয়
জুনেদ মিয়া(চেয়ার) প্রতিকে ৪৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী মাখন মিয়া(ছাতা) প্রতিকে ২১৮ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে মো: কওছর আহমদ (আনারস) প্রতীকে ৪৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: সুমন মিয়া ২১৪ ভোট পেয়েছেন।
সহ-সাধারন সম্পাদক পদে
দুলু মিয়া ফুটবল পতিকে ৩৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহীম আলী সুজন (হাতপাখা) প্রতীকে ২৮৪ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে
ম.আ.মুহিত (বই) প্রতীকে ৩৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান লেচু (টিউবওয়েল) প্রতীকে ২৯৫ ভোট পেয়েছেন।
সদস্য পদে ১নং ওয়ার্ডে
মোঃ রশিদ আলী (মই) ২৩৭
এনামুল হক (কলস) ১৯৮
কাওছার আহমদ (আম) ২৩২
ফয়ছল আহমদ(ডাব) ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মুনিম, উপ নির্বাচন কমিশনার মো: সাইফুল ইসলাম ও উৎপল চক্রবর্তী,
নির্বাচন সচিব হিসেবে রঙ্গেস কুমার দাস দায়িত্ব পালন করেন। সেই সাথে প্রিজাইডিং অফিসার গ্রৌরাংঙ্গ চন্দ্র মন্ডল, সহকারি প্রিজাইডিং অফিসার মো: জামাল হোসেন ও মো: আব্দুর রহিম, প্রোলিং অফিসার হিসেবে লক্ষী চরন দেবনাথ, সমীর রায়, মো: খোরশেদ আলম, মো: সামছুল ইসলাম দায়িত্ব পালন করেন।
নির্বাচন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব, বালাগঞ্জ থানা অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, বোয়ালজুর ইউনিয়ন চেয়ারম্যান আনহার মিয়া, সাবেক সদর ইউনিয়ন চেয়ারম্যান এম এ মতিন, জেলা পরিষদ সদস্য লোকন মিয়া প্রমূখ।