নগরীর রামেরদিঘীর পাড় রাস্তা সম্প্রসারণে দেয়াল ভাঙলেন মেয়র আরিফ

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:০০:০৬,অপরাহ্ন ১৩ জুলাই ২০১৯ | সংবাদটি ৪২৩ বার পঠিতনগরীর রামের দিঘীরপাড় এলাকার অভ্যন্তরীণ রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন। রাস্তা সম্প্রসারণের জন্য স্বেচ্ছায় জায়গা ছেড়ে দিয়েছেন ওই এলাকার লোকজন।
শনিবার (১৩জুলাই) দুপুরে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আনুষ্ঠানিকভাবে রাস্তা সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।
এসময় তিনি কয়েকটি বাসার মালিককে সাথে নিয়ে তাদের বাসার দেয়াল ভাঙেন। বাসার মালিকরাও স্বত:স্ফূর্তভাবে রাস্তার জন্য জায়গা ছেড়ে দেন।
এর আগে রাস্তা সম্প্রসারণ নিয়ে মির্জাজাঙ্গাস্থ হোটেল নির্ভানা ইন’র পাশে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা রাস্তা সম্প্রসারণে মেয়রকে সবধরণের সহযোগিতার আশ্বস দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর সান্তনু দত্ত সন্তু, সাবেক কাউন্সলর চন্দন রায় ও নির্ভানা ইন’র ব্যবস্থাপনা পরিচালক তাহমিন আহমেদ।