নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিকন্দর আলীর দাফন সম্পন্ন
বালাগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ৮:৪১:১৯,অপরাহ্ন ১৪ জুলাই ২০১৯ | সংবাদটি ৪১৮ বার পঠিত
বালাগঞ্জ উপজেলার নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, অসংখ্য শিক্ষার্থীর শিক্ষাগুরু, দেওয়ান বাজার ইউনিয়নের প্রবীণ মুরুব্বি সিকন্দর আলী (৮৬) গতকাল ১৩ জুলাই শনিবার সকাল পৌনে ১২টার সময় নশিওরপুর গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি সম্প্রতি নানা জটিল রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাড়িতে শয্যাশায়ী ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫কন্যা, ২পুত্র, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে শনিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টায় নশিওরপুর ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
জানাজায় দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এ- কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান, নলজুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসিদ আলী, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা তরিকুল ইসলাম, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দুদু মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, নশিওরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি আব্দুল জলিল, বাবরু মিয়া, সমাজকর্মী সাদিকুর রহমান, সিরাজুল ইসলামসহ শত শত শোকাহত এলাকাবাসী শরিক হন।