জগন্নাথপুর সড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা প্রত্যাহার।
বিশ্বনাথ প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ২:৪৬:১০,অপরাহ্ন ১৪ জুলাই ২০১৯ | সংবাদটি ৪০৩ বার পঠিত
জগন্নাথপুর সড়কের বেহাল দশায় পরিনত হয়েছে। সড়কট এটি জনগুরুত্বপূর্ণ। দুই উপজেলার লাখ লাখ মানুষ সড়ক দিয়ে যাতায়াত করে আসছেন।জগন্নাথপুর -বিশ্বনাথ সড়কের বেহাল দশার ফলে সড়কটি যান চলাচলের অনুপযোগী রয়েছে। এজন্যই গতকাল শনিবার জগন্নাথপুর- বিশ্বনাথ সড়কে বাস চলাচল আজ রবিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষনা করে।পরিবহন শ্রমিকরা, সড়কটির জগন্নাতপুর উপজেলার অংশে অনেক জুকি পুর্ন অবস্থা থাকার কারণে শ্রমিকরা এমন সিদ্ধান্ত নেন। পরিবহন শ্রমিকরা।কিন্তু আজ রবিবার সকাল ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঐ সড়কে বাস চলাচল বন্ধ ছিল। সড়কে প্রায় সাড়ে ছয় ঘন্টা বাস চলাচল বন্ধ থাকার পর সড়ক মেরামত করে দেওয়া প্রশাসনের আশ্বাসে বাস চলাচল বন্ধ ঘোষনা প্রত্যাহার করেন পরিবহন শ্রমিকরা। ফলে রবিবার ১২টা৩০ থেকে জগন্নাথপুর -বিশ্বনাথ সড়কে বাস চলাচল শুরু হয়েছে। বাস চলাচল বন্ধ ঘোষনা প্রত্যাহারের সত্যতা স্বীকার করে রবিবার দুপুরে সিংগেরকাছ-লামাকাজী-বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক শ্রমিক ফেডারেশনের সভাপতি ফজর আলী মেম্বার বলেন,আজকে (রবিবার)এর মধ্যে প্রশাসন বিশ্বনাথ -জগন্নাথপুর সড়কের বড় বড় গর্তগুলো মেরামত করে দেওয়ার আশ্বাসে সড়কে প্রায় সাড়ে ৬ঘন্টা বাস চলাচল বন্ধ থাকার পর দুপুর ১২টা৩০মিনিটে থেকে বাস চলাচল শুরু হয়েছে।