গোলাপগঞ্জে টানা বর্ষণের ফলে টিলা ধস, আতঙ্ক
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:৫৪:১৫,অপরাহ্ন ১৫ জুলাই ২০১৯ | সংবাদটি ৪১৬ বার পঠিত
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় টানা বর্ষণের ফলে টিলা ধসের ঘটনা ঘটছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর না পাওয়া গেলেও টিলার পাদদেশে বসবাসরত শতাধিক পরিবারের লোকজনেরা দিন পার করছেন আতঙ্কের মধ্য দিয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুলাই) রাতে পৌরসভার ঘোগারকুল গ্রামের শামিম আহমদ ড্রাইভারের বাড়ীতে টিলা ধসে বসত ঘরের ব্যাপক ক্ষতি হয়। ঘরে বসবাসরত লোকজন দ্রুত বেরিয়ে পড়লে তারা প্রাণে রক্ষা পান। তাদের গৃহপালিত ৩ টি গরু মাটি চাপায় পড়ে গেলে ৩টিকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। এ ছাড়াও টিলা ধসে শামিম আহমদের বেশ ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
একই গ্রামের ফজলু মিয়ার ঘরের পিছনে টিলা ধসে পড়ে। এতে ফজলু মিয়ার টিউবওয়েল ও রান্নাঘর মাটির চাপায় পড়ে। একই ভাবে তাদের প্রতিবেশী মছব্বির আলী ড্রাইভারের বাড়ীতেও টিলা ধসে ব্যাপক ক্ষতি করে। রোববার সকালে রণকেলী পাহাড় এলাকায় পৌর কাউন্সিলার মনোয়ারা ফেরদৌসের বাড়ীর পাশে টিলা ধসে ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে গত কয়েক দিনের ভারী বর্ষণে বিভিন্ন স্থানে টিলা ধসের সংবাদে টিলা বেষ্টিত এলাকাগুলোর লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।বিশেষ করে আমুড়া ইউনিয়নের আমুড়া, ধারবহর, শীলঘাট, পৌর এলাকার রণকেলী, বাদে রণকেলী, ঘোগারকুল, ঢাকা দক্ষিণ ইউনিয়নের রায়গড়, দত্তরাইল-সহ টিলা বেষ্টিত বেশকয়টি এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে।
টিলা ধসের সংবাদ পেয়ে রোববার সকালে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, গোলাপগঞ্জ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি এসএ মালেক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ সরকার, প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর এম ফজলুল আলম, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মাস্টার আব্দুল জলিল, গোলাপগঞ্জ মৎস্যজীবী কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি আবুল হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।