কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত
বালাগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ৯:৪৫:৪৪,অপরাহ্ন ১৫ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৪১ বার পঠিতবালাগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অদ্য ১৫ জুলাই সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাকুর রহমান মফুরের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রীতি ভুষন দাসের পরিচালনায় আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব, বালাগঞ্জ থানা অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী এস আর জি এম কিবরিয়া, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, পূর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, পশ্চিম গৌরি পুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমিরুল ইসলাম মধু, দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম নজম, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় চলমান বন্যায় প্রয়োজনীয পদক্ষেপ গ্রহনের সিদ্বান্ত নেয়া হয়।