সিলেটে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ১০:২৮:১১,অপরাহ্ন ১৫ জুলাই ২০১৯ | সংবাদটি ৪১৫ বার পঠিতদেশব্যাপী অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে সিলেট মহানগরীর শাহপরাণে ও মোগলাবাজারে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (১৪ জুলাই) রাতে পৃথক দুটি অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত পৌনে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে টিলাগড় এলাকা থেকে ১শ পিস ইয়াবা বিক্রি করার সময় উজ্জল মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে শাহপরাণ(রহঃ) থানা পুলিশ। উজ্জল মিয়া শাহপরান থানার সৈয়দপুর গ্রামের মৃত কামাল উদ্দিনের পুত্র।
এদিকে, রোববার রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার শ্রীরামপুর বাইপাস পয়েন্ট এলাকা থেকে মো. জাকির আহমদকে (৩০) ৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে মোগলাবাজার থানাপুলিশ। গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।