সিলেটে আল-আকবর ছাত্র কাফেলার নবীনবরণ অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৪৭:২৪,অপরাহ্ন ১৬ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৬০ বার পঠিত
শায়খুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দিক রাহ. প্রতিষ্ঠিত জামিয়া তা’লীমুল কুরআন গোটাটিকর সিলেটের ছাত্র সংসদ আল-আকবার ছাত্র কাফেলার উদ্যোগে বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান ও ছাত্র কাফেলা পুনর্গঠনের লক্ষ্যে এক সভা
গতকাল ১৫ জুলাই মাদরাসা ক্যাম্পে অনুষ্ঠিত হয়। জামিয়ার নায়েবে মুহতামিম ও ছাত্র কাফেলার সভাপতি হাফিজ মাওলানা ইনাম বিন সিদ্দিকের সভাপতিত্বে এবং শিক্ষাসচিব ও কাফেলার সহ-সভাপতি মাওলানা ফয়জুল্লাহ মায়মুনের সঞ্চালনায় নবীনবরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, জামিয়া তা’লীমুল কুরআন সিলেটের মুহতামিম ও কাফেলার উপদেষ্টা মাওলানা ক্বারী ইমদাদুল হক নোমানী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের দফতর সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, জামিয়ার নায়েবে মুহতামিম মাওলানা যুবায়ের আহমদ আনোয়ারী, মাওলানা হাফিজ মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা আবুল হুসাইন শরীফ, মাওলানা ইবাদ বিন সিদ্দিক, মাস্টার রুকন উদ্দিন, মাওলানা মামুনুর রশীদ মাসুম, হাফেজ আব্দুল্লাহ প্রমুখ।
মুহাম্মদ আশিক আলীকে সাধারণ সম্পাদক (জি.এস) মনোনীত করে ১৩ সদস্য বিশিষ্ট ছাত্র কাফেলার নির্বাহী পরিষদ প্যানেল ও ১০ জন ছাত্র প্রতিনিধি গ্রুপের নাম ঘোষণা করেন কাফেলার সভাপতি মাওলানা ইনাম বিন সিদ্দিক। প্রায় দুইশত ছাত্রদের এই প্রতিনিধি কাফেলাকে আন্তরিকভাবে গ্রহণ করে নেন সবাই। পরিশেষে মাওলানা হারুনুর রশীদ সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। নবাগত ছাত্রদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।