এই ঈদে ঘুরে যান সিলেট!
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:১৭:৩৪,অপরাহ্ন ১৬ জুলাই ২০১৯ | সংবাদটি ৬২৯ বার পঠিতদেশের অভ্যন্তরে ছুটি কাটানোর অনন্য সুন্দর জায়গা হচ্ছে সিলেট। ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেটে হচ্ছে প্রকৃতির লীলাভূমি। দৃষ্টিনন্দন জায়গাগুলোর পাশাপাশি রয়েছে হযরত শাহজালাল র. ও হযরত শাহপরান র. এর মাজার জিয়ারতেরও সুযোগ। এখানে আছে প্রকৃতিকণ্যা নামে খ্যাত জাফলং। চোখের সামনে ভারতের মেঘালয় পাহাড়ের গা বেয়ে ঝর্ণাধারার শীতল পানি আপনাকে বিমোহিত করবেই। অদূরে দাঁড়িয়ে উপর থেকে নিচে ঝর্ণার পানি গড়িয়ে পড়ার দৃশ্য আপনাকে দীর্ঘদিন নষ্টালজিয়ায় ভোগাবে নিশ্চিত। আছে মায়াবি ঝর্ণা। সেখানে না গেলে জাফলং যাওয়াটাই যেন বৃথা করে দেবে আপনার। লালাখালের কথা তো শুনেছিনই। এক নদীতে একাধিক রঙের পানি। নীল, খয়েরি, সাদা ধবধবে স্বচ্ছ পানির নিচে মাছ দৌঁড়াতে দেখবেন। একেবারে নিচের বালুকণাও দেখতে পাবেন, যেন হাত বাড়ালেই ছুয়ে নেবেন, অথচ গভীর পানিতে আপনার ঠাঁই হবে না! কিংবা বিছনাকান্দির কথাই ধরুন। ট্রলারে কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে আপনি যখন সেখানে পৌছাবেন, মেঘালয় পর্বত আপনাকে মেঘের চাদর বিছিয়ে স্বাগত জানাবে। রাতারগুল? জলজবৃক্ষের এই জলাভূমির থরেথরে সাজানো সবুজ অরণ্যে আপনি স্বর্গীয় সুখ খুঁজে পাবেন! বেড়াবেন নৌকায়। নিচে স্বচ্ছ পানি, মাথার উপরে গাছের ছায়ায় নৌকায় বসে দোকানির চায়ের কাপের টংটং শব্দ যখন শুনবেন, অভিভূত না হয়ে আপনি পারবেনই না। চায়ের কাপে চুমুক দিয়ে নূতন এক অভিজ্ঞতায় হারিয়ে যাবেন। ভোলাগঞ্জের সাদাপাথর তো আনন্দের নতুন দুয়ার খুলে দিয়েছে।
ঈদে সিলেটে পর্যটকদের ভীড় বাড়ার কারণে এসময় যেমন হোটেলগুলোতে সিট মেলে না। হঠাৎ করে গিয়ে হোটেলে উঠলে সবখানেই শুনতে হয় ‘সিট খালি নেই’, তেমনি যানবাহন সংকটে পর্যটন স্পটে যাওয়াও কষ্টকর হয়ে দাঁড়ায়। পেলেও দ্বিগুণ পয়সা গুণতে হয়। আবার বাড়ি ফেরার ফিরতি টিকেটও জোগাড় করা দুঃসাধ্য হয়ে পাড়ে। তাই বুদ্ধিমানের কাজ হলো হোটেলে আগে বুকিং দেয়া বা সেখানে ট্যুরিস্ট সেবা প্রদান করে এমন এজেন্সির সহায়তা নেয়া। এমুহূর্তে সিলেটে একটি ট্যুরিস্ট এজেন্সি সিলেট ভ্রমণে পূর্ণাঙ্গ সেবা প্রদান করছে। তারা আপনার হোটেল বুক করবে। সিলেটে পৌঁছালে আপনাকে অভ্যর্থনা জানাবে। আপনার পছন্দের জায়গা ঘুরে দেখাবে। আবার ফিরতি টিকেটের ব্যবস্থা করে আপনাকে সিলেট থেকে বিদায়ও জানাবে তারা। সিলেটে ট্যুরিস্ট সেবা প্রদানকারী এই এজেন্সির নাম হচ্ছে ‘ট্যুর সিলেট’। ঈদের দ্বিতীয়দিন থেকে আপানাদের ঘুরিয়ে দেখবে সর্বত্র। আগে যোগাযোগ করে যে কোনো প্যাকেজে আপনার নাম তালিকাভূক্ত করাতে পারেন। অথবা চাইলে তাদের সহযোগিতায় আপনি একা অথবা পরিবার বা বন্ধু-বান্ধব কিংবা অফিস কলিগ নিয়ে প্যাকেজ বানিয়ে ঘুরে আসতে পারেন। তাদের দিনক্ষণ জানিয়ে দিলে আপনার সুবিধামত সময়ে প্যাকেজ বানিয়ে দেবে আপনাকে।
আগেভাগে তাদের সাথে যোগাযোগ করে আপনার ভ্রমণ নিশ্চিন্ত ও স্বাচ্ছন্দ্য করতে পারেন। তারা হোটেল বুকিং, পরিবহণ, নৌকা/ট্রলার, ফিরতি টিকেট নিশ্চিত করে রাখায় আপনার দুর্ভোগ একদিকে যেমন হবে না অন্যদিকে আপনার পকেটের অর্থও কম খরচ হবে। ট্যুর সিলেট সবচেয়ে কম খরচে আপনাকে এই সেবা দেবে।
তাদের প্যাকেজের সাথে অন্তর্ভূক্ত হয়ে গেলে খরচ পড়বে সবচেয়ে কম। যেমন, ‘বিছানাকান্দি-পান্থুমাই’ কিংবা ‘জাফলং-মায়াবিঝর্ণা-লালাখাল’, প্যাকেজের জনপ্রতি মূল্য ১০৯০ টাকা। যেখানে আপনি একা একা গেলে যাতায়াত, খাবার, নাস্তা মিলিয়ে ২৫০০ টাকা থেকে ৬ হাজার টাকার নিচে হবে না। তারা ‘সাদাপাথর’ প্যাকেজে জনপ্রতি নেবে ৯৯০ টাকা। এখানেও ২০০০ টাকা থেকে ৫০০০ টাকা যাবে একা একা গেলে। তার উপর রয়েছে চেনা-না চেনার ভয়/দুশ্চিন্তা।
ট্যুর সিলেটের সাথে আপনি সংযোগ হতে পারেন তাদের ফেসবুক আইডি ও গ্রুপ ‘Facebook/Tour Sylhet’ / https://web.facebook.com/Tour-Sylhet-2239943369374347 -এ। আবার (মোবাইল ফোন) ০১৪০৩ ৬৮১ ০১৬ নম্বরে ফোন করেও আপনার ভ্রমণ নিশ্চিত করতে পারেন। আপনি তাদের শুধু জানিয়ে দেবেন আপনার ভ্রমণ পরিকল্পনার কথা। তারাই আপনার জন্য সব ব্যবস্থা করে রাখবে।
ট্যুর সিলেট ছাড়াও আরও কয়েকটি এজেন্সি এই সেবা দিচ্ছে।