বিশ্বনাথে পানি বৃদ্ধি অব্যাহত তলিয়ে গেছে বীজতলা।
বিশ্বনাথ প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ৫:৩৮:০২,অপরাহ্ন ১৬ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৬১ বার পঠিত
সিলেটের বিশ্বনাথে গত কয়েক দিনের টানা ভারী বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।আরও দুই-তিনদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকলে উপজেলা জুরে বন্যা দেখা দিতে পারে। সুরমা নদীর পানি বৃদ্ধি পেলে উপজেলার লামাকাজী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত রয়েছে।কয়েকটি গ্রামের রাস্তাঘাট, স্কুল মাঠ ইতিমধ্যে পানির নীচে তলিয়ে গেছে। বসত ঘরে এখনো পানি ওঠেনি তবে ছুইছুই করছে। বাড়ির আঙ্গিনায়-রাস্তাঘাট পানিতে তলিয়ে রয়েছে।ফলে শত শত মানুষ বাড়িতে পানি বন্ধি রয়েছেন। গবাদি পশু নিয়ে পড়েছেন অনেক কৃষক বিপাকে।উপজেলার অনেক জায়গায় বন্যার পানিতে তলিয়েগেছে রোপা আমনের বিজতলা ও আউশ ধানের জমি।উপজেলাবাসীর ক্ষয়ক্ষতির পরিমান বৃদ্ধি পাওয়ার আশংঙ্কা রয়েছে।কয়েকটা প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে রয়েছে। এখনোও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা করা হয়নি। পানি বৃদ্ধি পায় তাহলে কয়েকটি প্রাথমিক বিদ্যালয় তলিয়ে যেতে পারে।সুরমা নদীর পানি বিপদসিমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে,সুরমা নদীর পাড়ে অবস্থিত বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর,মির্জারগাও,কাজী বাড়ি মাধবপুর,রাজাপুর, হাজারীগাও,আকিলপুর,তিলকপুর,সোনাপুর,রসুলপুর,ও খাজাঞ্চী ইউনিয়নের,চরগাও, তেঘরী,বাুওনপুর, এলাকার মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। ঢলের উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হওয়া বাসিয়া নদীসহ উপজেলার সবকটি নদীর পানি, বন্যার পানিতে প্লাবিত হওয়া বিভিন্ন অঞ্চলের সড়কগুলা নিমজ্জিত থাকার কারনে এলাকার কিক্ষার্থীরা স্কুলে-কলেজ মাদ্রাসায় যেতে সাধারণ মানুষকে নিত্য প্রয়োজনিয়,কাজে চলাচল করতে চরম দুর্ভগ পোহাচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন,গত সোমবার পর্যন্ত এলাকাড চাষকৃত ৫০ হেক্টর আউশ ধানের জমিও ২০হেক্টর রোপা আমনের বীজতলা পানিতে তলিয়ে গেছে।তবে দু একদিনের মধ্যে পানি না কমলে আরবেশী ক্ষয়ক্ষতির আসংখ্যা সয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)অমিতাব পরাগ তালুকদার বলেন,টানা বূষ্টিও উজানের ঢলের পানিতে,উপজেলার নিম্নাঞ্চলের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।সবসময় পরিস্থিতি নজরদারী করা ওপরিস্থিতি অবনতি হলে মানুষকে সাহায্য করার জন্য আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।এলাকার বন্যার্তদের জন্য সরকারী ভাবে ত্রাণ বরাদ্ধ হয়েছে বন্যার্তদের ত্রাণ বিতরন করা হবে।