কর কমিশনারের সাথে সিলেট চেম্বারের নির্বাচন বোর্ডের সাক্ষাৎ
সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়নের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:০৩:৫৭,অপরাহ্ন ১৬ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৯৭ বার পঠিত
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০১৯-২০২১ সালের মেয়াদের নির্বাচনকে সামনে রেখে কর অঞ্চল-সিলেটের কর কমিশনার রণজিৎ কুমার সাহার সাথে সাক্ষাৎ করেছেন সিলেট চেম্বারের নির্বাচন বোর্ড।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কর কমিশনারের কার্যালয়ে সিলেট চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খানের নেতৃত্বে বোর্ডের সদস্যবৃন্দ কর কমিশনারের সাথে এক সাক্ষাতে মিলিত হন।
এ সময় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বলেন, সিলেট চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য একটি সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে সদস্যদের আয়কর সনদপত্র যাচাই-বাছাই করা প্রয়োজন।
তিনি এ ব্যাপারে কর কমিশনারের কার্যালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ ব্যাপারে কর কমিশনার রণজিৎ কুমার সাহা বলেন, সিলেট চেম্বার ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী সংগঠন। এ সংগঠনের নির্বাচন আয়োজনের লক্ষ্যে সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়নে কর বিভাগ সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
তিনি সিলেট চেম্বারের সদস্যদের কাগজপত্র দ্রুততার সাথে যাচাই করে দেওয়াসহ প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য এডভোকেট সৈয়দ শামীম আহমদ ও এডভোকেট মো. জুনেল আহমদ।