ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রীর মৃত্যু
টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৯:২৮:৪৭,অপরাহ্ন ১৬ জুলাই ২০১৯ | সংবাদটি ৪০৪ বার পঠিতসিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি সোমবার (১৫ জুলাই) রাত ৯টায় ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের ছত্তিশ গ্রামে ঘটেছে।
নিহত পপি বেগম (১৩) ছত্তিশ গ্রামের নিফত আলীর ছোট মেয়ে এবং ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদরাসার সপ্তম শ্রেনীর শিক্ষার্থী। ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের জন্য সিলেট জেলা ম্যাজিষ্ট্রেট বরাবরে আবেদন করেছেন পপির বাবা।
পপির বড় ভাই কায়েদ জানায়, টিভি দেখার জন্য তার লাগাতে গিয়ে অজান্তে ছেঁড়া তারে জড়িয়ে আটকে যায় পপি। পরে পরিবারের লোকজন অজ্ঞান অবস্থায় পপিকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মো. বদরুজ্জামান জানান, নিহতের পরিবার থানায় এসেছে তবে তাঁরা ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করতে চাচ্ছেন। সিলেট জেলা ম্যাজিষ্ট্রেটের অনুমতি থাকলে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হবে।