বালাগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও ত্রান বিতরন শুরু
বালাগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ১০:৫৫:২৪,অপরাহ্ন ১৬ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৮২ বার পঠিত
বালাগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি সার্বিকভাবে অবনতি হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে পূর্ব পৈলনপুর ইউনিয়নের হামছাপুর ও গালিমপুরে একশ পঁচিশ বন্যার্থ পরিবারের মাঝে শুকনো খাবার ও ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব জানান। তিনি বলেন সার্বিক বন্যা পরিস্থিতি অবনতি ও অপরবর্তিত রয়েছে। বালাগঞ্জে আকস্মিক বন্যায় ৬ ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। প্রায় ৩০ হাজার লোক সহ ১৩শ পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। উপজেলা প্রশাসন থেকে কন্টোল রুম খোলা হয়েছে।
টানা বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। যার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ৬টি ইউনিয়নের অধিকাংশ লোকজন পানিবন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করছে।
সরেজমিনে দেখা যায়, গত কয়েক দিনের টানা বর্ষণে কুশিয়ারা নদীর তীরঘেঁষা বালাগঞ্জ সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের রাস্তা,কেন্দ্রীয় জামে মসজিদের নিচতলা, বাজারের ভেতরের রাস্তা, বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয়ের ও আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, তয়রুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতর, প্রবেশের রাস্তা ও মাঠ, উপজেলা প্রশাসনের মূল সড়ক ও উপজেলা প্রশাসনের মাঠ পানিতে ডুবে গেছে এবং উপজেলা প্রশাসনিক ভবনের নিচতলার অফিসগুলোর ভেতরে পানি প্রবেশ করেছে।
শেরপুর থেকে বালাগঞ্জ বাজারের কুশিয়ারা ডাইকের ভাঙ্গনে হামছাপুর,জালালপুর, গালিমপুর গ্রামের বন্যা পতিরোধক বাধেঁর ভাটপাড়া, পৈলনপুর,ফাজিলপুর, পূর্ব ইছাপুর এ সকল স্থান ডাইকের বাধ ভেঙে পানি ভিতরে প্রবেশ করছে সেই সঙ্গে বালাগঞ্জের সাথে পূর্ব পৈলনপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। একি সাথে ফেঞ্চুগঞ্জ থেকে বালাগঞ্জ রোডের ডাইকের বাজার সংলগ্ন রাস্তা ফাটল দেখা দেয়ায় বাস চলাচল বন্ধ রয়েছে। উপজেলার ৯টি প্রাইমারি ও ৪টি মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ইতিমধ্যে গালিমপুর হাইস্কুল ও পূর্ব পৈলনপুর হাইস্কুলে বন্যার্ত মানুষজন আশ্রয় নিয়েছেন এবং পূর্ব গ্রৌরীপুর বি কে এম হাই স্কুলে মানুষ আসতে শুরু করেছেন।
এপর্যন্ত ৫টন চাল ও ১০০ প্যাকেটশুকনো খাবার এসেছে।
এদিকে গত ১৬জুলাই বিকালে উপজেলার পূর্ব পৈলনপুরে হামছাপুরে ও গালিমপুরে একশ পচিঁশ পরিবারের মধ্যে শুকনা খাবার ও ত্রান সামগ্রী বিতরন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাকুর রহমান মফুর। এসময তার সাথে ছিলেন ইউএনও মোঃ নাজমুস সাকিব, পিআইও প্রীতিভুষন দাস, সমবায় কর্মকর্তা উৎপল চক্রবত্তী, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, শিহাব আহমদ, ঝন্টু দাস সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।