শাহী ঈদগাহয় তিনটি দোকানে চুরি ৮লাখ টাকার মালামাল লুট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৯:০৭:৫৮,অপরাহ্ন ১৭ জুলাই ২০১৯ | সংবাদটি ৫২০ বার পঠিতনগরীর শাহী ঈদগাহ এলাকায় তিনটি দোকানে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। নগদ টাকাসহ প্রায় ৮লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। বুধবার (১৭ জুলাই) ভোরে ঘটনাটি ঘটে।
সরে জমিনে ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, শাহী ঈদগাহ এলাকার শাহ মীরশাহী (রহ.) মাজার সংলগ্ন হাজী এম এ মতিন এন্ড সন্স স্টোর, এমএ লতিফ স্টোর ও তামান্না মেডিকেল হল এই তিনটি দোকানে চোরেরা তালা ভেঙ্গে প্রবেশ করে নগদ টাকাসহ প্রায় ৮লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এর মধ্যে এম এ মতিন স্টোরে দেড় লাখ, এমএ লতিফ স্টোর ১লাখ, তামান্না মেডিকেল হলের নগদ ৫ লাখসহ মোবাইল রিচার্জের কার্ডসহ মোট প্রায় ৮লাখ টাকার মালামাল চুরি হয় বলে হযরত শাহমীর শাহী ঈদগাহ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নেতৃবৃন্দ জানান।তারা আরো জানান,ভোর ৬টার দিকে ৭/৮জন সঙ্গবদ্ধ চোর দল এই চুরি সংঘটিত করছে সিসি ক্যামেরায় দেখা যায়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরার ফোটেজ সংগ্রহ করা হয়েছে। চোর সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।