সিলেটে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৯:১৯:৩০,অপরাহ্ন ১৭ জুলাই ২০১৯ | সংবাদটি ৪২৯ বার পঠিতসিলেটের দক্ষিণ সুরমার চন্ডিরপুল এলাকা থেকে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশু কাপালী (৫৫) নামের ওই আসামীকে গ্রেপ্তার করা হয়। তিনি নগরীর বাগবাড়ি এলাকার মৃত যুগেন্দ্র কাপালীর ছেলে।
সিলেট কোতোয়ালী মডেল থানার এএসআই মো. সাজ্জাদুর রহমান, এএসআই মো. আতাউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে হত্যা মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এ আসামীকে গ্রেপ্তার করেন।
তিনি কোতোয়ালী থানার একটি হত্যা মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামী। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।