সিলেট সরকারি মহিলা কলেজের মেয়েদের সফলতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৯:৪৭:৫৬,অপরাহ্ন ১৭ জুলাই ২০১৯ | সংবাদটি ৪২২ বার পঠিতসিলেটের প্রাণ কেন্দ্রে অবস্থিত সিলেটের পুরোনো ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সিলেট সরকারি মহিলা কলেজে দুপুর দেড় টার দিকে তেমন কোন শিক্ষার্থীর উপস্থিতি ছিল না। অল্প শিক্ষার্থীর উপস্থিতিইে ফলাফল ঘোষণা করে কলেজ কতৃপক্ষ। এরপর সময় বাড়ার সাথে সাথে জিপিএ-৫ প্রাপ্তরা কলেজ ক্যাম্পাসে আসতে শুরু করেন। ধীরে ধীরে তাদের আগমনে সরগরম হয়ে উঠে কলেজ ক্যাম্পাস। উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা নেচে গেয়ে তাদের সাফল্যের বার্তা দেন। এবারের এইচএসসি পরিক্ষায় বিশেষ সাফল্য অর্জন করেছে ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠান।
চলতি বছর সিলেট সরকারি মহিলা কলেজে থেকে উচ্চমাধ্যমিক পরিক্ষায় দুইটি বিভাগে মোট ৭ শত ৪৯ জন শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ গ্রহণ করে ৩শত ৩৫ জন শিক্ষার্থী কৃতকার্য হওয়ার গৌরব অর্জন করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ শত ১৯ জন শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছে মাত্র ১৪ জন শিক্ষার্থী। পাসের হার শতকরা হিসেবে ৯৮.১৩।
এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩শ ৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১শত ৬ জন জিপিএ ৫ সহ ৩ শত ৮৯ জন শিক্ষার্থী কৃতকার্য হওয়ার গৌরব অর্জন করে। মানবিক বিভাগ থেকে ৩ শ ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৩ জন জিপিএ-৫ সহ ৩ শত ৪৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
সিলেট সরকারি মহিলা কলেজের এই সাফল্য সিলেটবাসীকে শিক্ষা অনুরাগী হতে আরো অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রতিষ্ঠানের বর্তমান প্রিন্সিপাল প্রফেসর মো. হায়াতুল ইসলাম আকঞ্জী। তিনি বলেন, ১৯৩৯ সালে প্রতিষ্ঠি কলেজটি নারীদের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মেয়েদের এমন ফলাফলের পেছনে নিয়মিত
পাঠানুশীলন, অভিভাবকদের অনুপ্রেরণা এবং সর্বোপরি শিক্ষকদের নিবিড় সাহচর্যে উল্লিখিত ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে প্রফেসর মো. হায়াতুল ইসলাম আকঞ্জী মন্তব্য করেন। সকলের সহযোগিতায় আগামিতেও আরও ভাল ফলাফল আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।