এমসি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া পাল্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৯:০১:৪৭,অপরাহ্ন ১৮ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৪০ বার পঠিতআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট এমসি কলেজে (মুরারি চাঁদ) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে কলেজ ছাত্রলীগ নেতা সৌরভ ও সাবেক এমসি কলেজ ছাত্রলীগ নেতা সঞ্জয় সরকারের কর্মী সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোণ হতাহতের খবর পাওয়া যায়নি।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, সাবেক ছাত্রলীগ নেতা সঞ্জয় সরকারের অনুসারী এমসি কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা ছাত্রবাসে থাকেন। সম্প্রতি সৌরভ গ্রুপের কিছু অনুসারী তাদের ছাত্রাবাসে গিয়ে ধাওয়া করে। এ ঘটনার জেরে ক্যাম্পাসে সৌরভ গ্রুপের কর্মী সমর্থকদের ধাওয়া করে সঞ্জয় গ্রুপের কর্মী-সমর্থকরা। এসময় সৌরভ গ্রুপের অনুসারী সরকারি কলেজ ছাত্রলীগের কর্মী সমর্থকরা পাল্টা ধাওয়া করে। উভয় গ্রুপ টিলাগড় আলোচিত আওয়ামী লীগ নেতা রনজিত সরকারের অনুসারী বলেও জানা গেছে।
খবর পেয়ে শাহপরান (র.) থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিলেট মেট্রোপলিটনের শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সৌরভ ও সঞ্জয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ্রে ফোন পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।