দক্ষিণ সুরমায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:২৩:২৯,অপরাহ্ন ১৮ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৭২ বার পঠিতদক্ষিণ সুরমা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯’ উপলক্ষে বুধবার (১৭ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলন ও মতাবিনিময় কর্মসূচির মধ্য দিয়ে শুরু। সাত দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হবে দিবসটি। যা শেষ হবে আগামী ২৩ জুলাই মঙ্গলবার। এবারের জাতীয় মৎস্য সপ্তাহের স্লোগান ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ছমির উদ্দিন। তিনি সপ্তাহব্যাপী কর্মসূচি তুলে ধরেন। কর্মসূচির মধ্যে রয়েছে- ১ম দিন মাইকিং এর মাধ্যমে প্রচারণা এবং সংবাদ সম্মেলন ও মতবিনিময়। ২য় দিন মৎস্যচাষি, মৎস্যজীবী, মাছ বিক্রেতা, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী, এনজিও এর সুফলভোগী মৎস্য চাষী এবং সম্প্রসারণ কর্মীদের অংশ গ্রহণে বেলা ১টায় দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি, ১টা ৪৫ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, ২টা ১৫ মিনিটে মাছের পোনা অবমুক্তকরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী। ৩য় দিন উপজেলার জালালপুর বাজারে বিকাল ৩টায় মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। ৪র্থ দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোগলাবাজারে ফরমালিন বিরোধী অভিযান এবং উপজেলার বিভিন্ন হাট-বাজার ও জলমহলে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মাবাইল কোর্ট পরিচালনা। ৫ম দিন বেলা ১১টায কুতুব জালাল উচ্চ বিদ্যালয়ে স্কুল শিক্ষার্থীদের নিয়ে মৎস্য চাষ বিষয়ক আলোচনা, বিতর্ক প্রতিযোগিতা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। ৬ষ্ঠ দিন বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোগলাবাজার মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ও ভিডিও/ প্রামাণ্যচিত্র প্রদর্শন। ৭ম অর্থ শেষ দিন ২৩ জুলাই মঙ্গলবার বেলা ১১টায় দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ মূল্যায়ন সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
সংবাদ সম্মেলন ও মতবিনিয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেটের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সহকারী কৃষি কর্মকর্তা আজিজুর রহমান, আক্তারুন্নেছা, সম্প্রসারণ কর্মকর্তা সুভাশীষ তালুকদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রাণতোষ দাস, মৎস্যচাষি সাইফ উদ্দিন আল ফারুক মিঠু, খলিলুর রহমান, শেখ শামীম আহমদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, দেশে মৎস্যখাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১ কোটি ৯০ লক্ষ জনের কমংসংস্থান হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরে মৎস্য-উৎপাদন হয় ৪২ লাখ ৭৭ হাজার টন এবং ইলিশ ৫ লাখ ১৭ হাজার টন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গোপসাগরে ১,১৮,৮১৩ বর্গকিমি এলাকায মৎস্য আহরণে আইনগত ও ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এই আইনেয় সমুদ্রে ৬৫ দিন মৎস্য আহরণ নিষিদ্ধ করায় মাছের উৎপাদান বৃদ্ধি পাচ্ছে। দেশের ১০৪টি প্রক্রিয়াজাতকরণ কারখানার মাধ্যমে গত অর্থ বছরে ৬৮,৯৩৫ মেট্রিক টন মাছ রপ্তানি মাধ্যমে আয় হয়েছে ৪,৩১০ কোটি টাকা।