দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৯:৩০:৫৬,অপরাহ্ন ১৮ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৪৭ বার পঠিত
সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। আটককৃত মাহফুজুর রহমান (২১) দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকার আব্দুল আলীমের ছেলে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১ টায় দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল থেকে তাকে আটক করা হয় এবং আটক মাহফুজুরের বিরুদ্ধে উপ পরিদর্শক (এসআই) মো. শাহিন মিয়া বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেছেন।