জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বালাগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত করন

বালাগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ৯:৪২:২৭,অপরাহ্ন ১৮ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৪০ বার পঠিত
১৮ জুৃলাই দুপুর বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে বালাগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরে প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক (অ:দা:) সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডলের পরিচালনায় প্রধান অথিতি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাশ।
বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মো: ইউনুছ মিয়া, বালাগঞ্জ উপজেলা আওয়ামী’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক ইউ.পি চেয়ারম্যান আব্দুল মতিন, পূর্ব পৈলনপুরের ইউ.পি চেয়ারম্যান মো: আব্দুল মতিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলন, সূচনার প্রতিনিধি মো: দেলোয়ার হোসেন ও মৎস্য চাষীজীবীদের পক্ষে মো: ইউসুফ মিয়া, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক। শুরুতে কোরআন তেলাওয়াত করেন, মুহিবুর রহমান ও গীতা পাঠ করেন, নির্মল বণিক। অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য, তারেক আহমদ ও একুশে টিভি’র জাগির হোসেন ও শিল্পি কাদির আহমদ জীবন। প্রধান অতিথির বক্তব্যে সুমন চন্দ্র দাশ বলেন‘জাল যার জলা তার’ আমরা এর ভিত্তিতে জেলেদের বিভিন্ন জলাশয় সরকার বরাদ্দ দিয়ে থাকে। সেখানে তারা মৎস্য উৎপাদন করে আমাদের দেশের চাহিদা মেটাচ্ছে। পরে উপজেলা কমপ্রেক্স পুকুরে ৫০ কেজি পোনা অবমুক্ত করা হয়।