ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৬:৩৭:৪১,অপরাহ্ন ১৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৪২৭ বার পঠিতবিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া এলাকার হিলু টিলার পাশের একটি ডোবা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে শেহনাজ আহমদ (২৪) নামের যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
শেহনাজ আহমদ উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের প্রয়াত আতাউর রহমানের ছেলে।
বিয়ানীবাজার থানার তদন্ত অফিসার রুমেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকায় পুলিশ তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।