বিশ্বনাথে দুই বোনের এইচ এস সি তে জিপিএ-৫লাভ।
lআনহার বিন সাইদ বিশ্বনাথ প্রতিনিধি ::
প্রকাশিত হয়েছে : ৭:৪৩:০৬,অপরাহ্ন ১৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৫০১ বার পঠিত
সিলেটের বিশ্বনাথে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ লাভ করেছে দুই বোন আয়েশা বেগম লাকি, খাদিজা আক্তার লাবনী। উত্তর বিশ্বনাথ আমজদ উল্লা ডিগ্রী কলেজ থেকে বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে তারা এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে। তারা উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সৌদিপ্রবাসী আবদুল মছব্বিরের মেয়ে। ভবিষ্যতে দুইবোন অধ্যাপক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। মা-বাবা, শিক্ষকদের অনুপ্রেরণায় তারা ভালো ফলাফল করেছে। তারা সকলের দোয়া প্রার্থী।
দুই বোনের জিপিএ-৫ লাভের সত্যতা স্বীকার করে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নেছার আহমদ বলেন, তারা দুই বোন মেধাবী। তিনি তাদের উজ্জল ভবিষ্যত কামনা করেন।
উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষায় ১২টি কলেজের মধ্যে দুটি কলেজের তিন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরই মধ্যে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লা ডিগ্রী কলেজের দুই শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করে।