জৈন্তাপুরে ২ কেজি গাঁজাসহ আটক ১
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:০৬:২৭,অপরাহ্ন ১৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৪২ বার পঠিতসিলেটের জৈন্তাপুর উপজেলায় ২ কেজি গাঁজাসহ জহুর মিয়া (৫০) নামের একজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (এপিবিএন) সিলেট-৭। বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ফতেপুর (হরিপুর) ইউনিয়নের হেমু ভাটপাড়া গ্রামে তার নিজ বসত ঘর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানায়, জহুর মিয়া পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি ৫নং ফতেপুর (হরিপুর) ইউনিয়নের হেমু ভাটপাড়া গ্রামের মৃত আব্দুল বারি’র পুত্র। জহুর মিয়া বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। আটককৃত ব্যক্তিকে জৈন্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে এপিবিএন।
আটকের বিষয় নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ ময়নুল জাকির বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৭ এপিবিএন এর সদস্যরা আটককৃত বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন এবং আমাদের কাছে হস্তান্তর করেছে। শুক্রবার তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।