গোলাপগঞ্জে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু, আহত ২

গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৮:১৪:৪৫,অপরাহ্ন ১৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৩২ বার পঠিতসিলেটের গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কের কানিশাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজি-ট্রাক সংঘর্ষে সিএনজি চালক নিহত ও ২ সিএনজি যাত্রী গুরতর আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত ১২টা ১০মিনিটে উপজেলার ঢাকাদক্ষিণের দক্ষিণ কানিশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মোড়ে ট্রাক ও সিএনজি অটোরিক্সার (সিলেট-থ ১৩-০৬৬৪) মুখোমুখি সংঘর্ষ হলে নাজমুল ইসলাম (৩৯) নামে এক সিএনজি চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনায় সিএনজির অপর দুইজন যাত্রী গুরুতর আহত হন। আহত যাত্রীদের মধ্যে ভাদেশ্বর পূর্বভাগ নয়াপাড়া গ্রামের মৃত ইছহাক আলীর পুত্র আব্দুল মালেক (২০) আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপর যাত্রী ভাদেশ্বর মাইজভাগ গ্রামের মৃত আজাদ রহমানের পুত্র আশরাফ শাওন (১৮) ওইদিন রাত সোয়া ১টায় চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছেন বলে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক শারমিন ফেরদৌস প্রতিবেদকে জানান। এদিকে এ ঘটনার পর ঘাতক ট্রাক ও চালক পলাতক রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজান রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন হতাহতদের পরিচয় পাওয়া গেছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দফতরের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়া দুপুরে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে সনাক্ত করে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে বলে তিনি জানান।