কোম্পানীগঞ্জে বজ্রপাতে স্কুল ছাত্র নিহত

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:২২:৪২,অপরাহ্ন ১৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৪০২ বার পঠিতকোম্পানীগঞ্জে বজ্রপাতে এহসানুল ইসলাম (১৩) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার পাড়ুয়া লামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত এহসানুল একই গ্রামের শামসুল হকের ছেলে ও পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র এবং এবারের জেএসসি পরীক্ষার্থী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে বৃষ্টি নামতে পারে এমন আশঙ্কা থেকে ধান ক্ষেতে জমিনের পানি ছেড়ে দেওয়ার কাজ করছিলেন বাবা শামসুল হক ও ছেলে এহসানুল ইসলাম । সেময় হঠাৎ বজ্রপাত হলে ছেলে এহসানুল ঘটনাস্থলেই মারা যান ও বাবা শামসুল হক কিছুটা আহত হন। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন।
এ ব্যাপারে বক্তব্য নিতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামের মুঠোফোনে ফোন দিলে তিনি তা রিসিভ করেন নি।