সুরমা মার্কেট থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৮:৪৭:১০,অপরাহ্ন ১৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৩৬ বার পঠিতসিলেট নগরীর সুরমা মার্কেট থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুলাই) বেলা ১১ টার দিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা, এসআই আব্দুল মান্নান ও এসআই ইবাদুল্লাহসহ সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে সুরমা মার্কেটের ১ নং গেটের দু’তলা থেকে মরদেহটি উদ্ধার করেন।
এ ব্যাপারে ওসি মো. সেলিম মিঞা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে কি কারণে লোকটি মারা গেলো তা নিশ্চিত হওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক (৫০)।
এদিকে লাশের কোনো পরিচয় না পাওয়ায় তার স্বজনদের খুঁজছে পুলিশ।