নগরীতে র্যাবের অভিযান, ১০ জুয়াড়ি আটক
টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৮:৫৪:৪৮,অপরাহ্ন ১৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৮৫ বার পঠিতনগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জন জুয়াড়িকে আটক করেছে র্যাব। র্যাব-৯ এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আটককৃতরা হলো, মৌলভীবাজারের বড়লেখার মো. কাজল মিয়ার ছেলে মো. ইব্রাহিম (১৮), হবিগঞ্জের আউসপাড়া গ্রামের মৃত রমিজ আলীর ছেলে মো. শের আলী (৩০), দক্ষিণ সুরমা লালা বাজারের আব্দুল হালিমের ছেলে মো. বিল্লাল (৪২), কুমিল্লা জেলার মুরাদনগরের মো. রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (৩৮), মদিনা মার্কেটের মৃতঃ আব্দুস সামাদের ছেলে মো. এহতেসানুল কামিল (৪৬), সুনামগঞ্জের দোয়ারাবাজারের মো. গিয়াসের ছেলে মো. আরিফ (২৬), ছাতক থানার কাটিবাগের মো. আতাউর রহমানের ছেলে মো. কামরুল হক (২৫), মোগলাবাজারের দক্ষিণ নইখাই মৃত হাফিজ মনিরুদ্দীনের ছেলে মো. কুতুব উদ্দিন (২৫), চৌখিদেখির ইউনুস আহমেদের ছেলে মো. আলমগীর (২৭), সুবিদবাজারের মৃত নওয়াব আলীর ছেলে মো. পলাশ আহম্মদ (৩৫)।
আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাবের মিডিয়া অফিসার মেজর মো. শওকাতুল মোনায়েম।
আটককৃতদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।