ফেঞ্চুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:০৩:৩৮,অপরাহ্ন ২০ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৮২ বার পঠিতবেআইনি ভাবে নদী থেকে মাছ ধরায় কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন।
শনিবার কুশিয়ারা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন জানান, ফেঞ্চুগঞ্জ পিটাইটিকর এলাকায় মৎস্য সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে ৩০ টি কারেন্ট জাল জব্দ করা হয়। তবে কারেন্ট জালে মাছ ধরা অবস্থায় কাউকে পাওয়া যায়নি। পরে জব্দকৃত ৪০০০ মিটার দৈর্ঘ্যের ৩০টি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা, ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের সদস্যগণ।
তিনি আরো জানান, মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে উপজেলার সংশ্লিষ্ট সকলকে কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরা থেকে বিরত থাকতে অনুরোধ করেন তিনি।