নগরীতে অবৈধ বিলবোর্ড ও সাইনবোর্ড অপসারণ অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১০:১০:১২,অপরাহ্ন ২০ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৬৩ বার পঠিতনগরীর বিভিন্ন এলাকায় অবৈধ বিলবোর্ড ও সাইনবোর্ড অপসারণ অভিযান শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর শাহজালাল (রহ.) এর মাজার গেইট এলাকা থেকে শুরু করে শনিবার (২০ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত আম্বরখানা, জালালাবাদ হয়ে সুবিদবাজারে গিয়ে শেষ হয় ।
এ সময় সিটি করপোরেশনের রাজস্ব শাখার সদস্যরা নগর পুলিশের সহযোগিতায় সড়কের দুপাশে অবৈধভাবে স্থাপিত শতাধিক ছোট-বড় বিলবোর্ড, সাইনবোর্ড ও ব্যানার ফেস্টুন অপসারণ করেন।
এ সময় সিলেট মেট্রোপলিটন (এসএমপি) পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ ছাড়াও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ব্যাপক প্রস্তুতি নিয়ে শাহজালাল (রহ.) এর মাজার গেইটের সড়কে অবস্থান নেন। এরপর এক যোগে সড়কের দুই পাশের সব ধরনের অবৈধ বিলবোর্ড অপসারণ শুরু করা হয়।
অভিযান শেষে সেগুলো ট্রাকে করে নিয়ে যাওয়া হয় নগর ভবনে।
অভিযানে একটি বুম ট্রাক, একটি এক্সকাভেটরসহ সিসিকের বিপুল সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী ও নগর পুলিশের দুটি টিম সার্বক্ষণিক অপসারণ কাজে সহায়তা করে।