গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে মোবাইল কোর্টের অভিযান
গোলাপগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১০:১০:২৭,অপরাহ্ন ২০ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৮৮ বার পঠিত
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে মোবাইল কোর্ট পরিচলনা করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার ঢাকাদক্ষিণ মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় পঁচা মাছ বিক্রি, বাজারে মুল্য তালিকা না থাকা ও প্রকাশ্যে ধুমপান করার অপরাধে মৎস্যজীবিসহ মোট ৬জন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন অপরাধে ৫হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন এক্সিকিউটিব ম্যাজিষ্ট্যাট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জী। মোবাইল কোর্টে সহযোগীতা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আহম্মেদ কবির খাঁন, সহকারী মৎস্য অফিসার মিজানুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা সার্ভেয়ার মাহবুবুর রহমান ও গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।