শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞান চর্চা করতে হবে-অ্যাডভোকেট ইকবাল
গোলাপগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১০:২২:২৮,অপরাহ্ন ২০ জুলাই ২০১৯ | সংবাদটি ৬৬০ বার পঠিত
গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেছেন, ছাত্র-ছাত্রীদের শুধু ভালো রেজাল্ট করলেই হবে না সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তাহলেই সমাজ থেকে বর্তমান অস্থিরতা দূর হবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি বেশি করে বই, আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চা করতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করলে তারা ভবিষ্যৎ জীবনে ভালো কিছু করে দেখাতে উৎসাহিত হবে।
তিনি শনিবার বিকালে উপজেলার মুকিতলা সিতারা খাতুন হাফিজিয়া মাদ্র্রাসায় কৈলাশ ১৩আওলিয়া স্মৃতি পরিষদের উদ্দ্যেগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সমাজসেবক আলতাব আলীর সভাপতিত্বে ও কৈলাশ ১৩আওলিয়া স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রুমান আহমদের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
এসময় বক্তব্য রাখেন, বারাকা পতেঙ্গা পাওয়ার লি: চট্রগ্রামের ব্যবস্থাপনা পরিচালক এম.কে সাফি চৌধুরী এলিম, রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি মিজানুর রহমান চৌধুরী রিংকু, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি সাহাব উদ্দিন আহমদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক খলকুর রহমান খলকু, গোলাম কিবরিয়া, হাজী খালেদুর রহমান খালেদ, মাহবুবুর রহমান রাজু, আব্দুল মালিক, মুকিতলা কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণান্ত কুমার পাল, সাংবাদিক জাকারিয়া তালুকদার। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন কৈলাশ ১৩আওলিয়া স্মৃতি পরিষদের প্রতিষ্টাতা মো. খায়রুল ইসলাম সুহেব। এসময় উপস্থিত ছিলেন, তরুণ সমাজসেবক নাদিম মাহমুদ শিপলু, রাজু আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল কাদির জিলানী। অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে বই ও ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।