একশ তিন টাকায় পুলিশের চাকুরি, স্বপ্ন পূরণ হলো ১০জনের

বিশ্বনাথ প্রতিনিদি:
প্রকাশিত হয়েছে : ১০:২৯:৫১,অপরাহ্ন ২০ জুলাই ২০১৯ | সংবাদটি ৪২২ বার পঠিত
সিলেটের বিশ্বনাথে হতদরিদ্র আর কষ্টের সংসারে থেকেও পুলিশের চাকুরি পেয়ে স্বপ্ন পূরণ হলো দুই মেয়েসহ ১০জন প্রত্যাশির। কেউ বাউলের সন্তান মুরগের ব্যবসায়ীর সন্তান, কেউবা দিনমজুরের সন্তান আর কেউ হচ্ছেন হতদরিদ্র ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তারা সবাই মাত্র ১শত ৩টাকায় পুলিশের চাকুরি পেয়ে আনন্দিত হয়ে ওঠেছেন। ওদের পরিবারে জেঁগে ওঠেছে নতুন স্বপ্ন। এসকল চাকুরি প্রাপ্তরা ও তাদের পরিবারের লোকজন সরকার ও পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে তাদের প্রত্যাশা হচ্ছে চাকুরিতে পদোন্নতি পেলে সবার সহযোগীতায় ঘুষ ও দূর্নীতিমুক্ত সেবা প্রদান করা। বিশ্বনাথে ওই ১০জন চাকুরি প্রাপ্তরা হচ্ছেন- বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামের আতাউর রহমানের পুত্র কামরানুর রহমান, একই ইউনিয়নের জানাইয়া গ্রামের মলয় ভূষন সোম চৌধুরীর পুত্র মৃত্যুঞ্জয় সোম চৌধুরী, মজলিশ ভোগশাইল গ্রামের মনিন্দ্র কুমার নন্দির মেয়ে মুন্নি রাণী নন্দি,
খাজাঞ্চি ইউনিয়নের কাবিলপুর গ্রামের জমসিদ আলীর পুত্র সাইদুল হক, একই ইউনিয়নের চন্দ্রগ্রাম, , রায়পুর গ্রামের মনির উদ্দিনের পুত্র কাউছার আলম, গ্রামের অরুন চন্দ’র পুত্র দিপ্ত চন্দ অনুপ, তবলপুর গ্রামের মৃত ছৈফ উল্লাহ’র পুত্র রুহেল আহমদ পান্না,
দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রামের রহিম উদ্দিনের পুত্র কামরুল ইসলাম এমরান,
অলংকারী ইউনিয়নের কামালপুর গ্রামের মরতুজ আলীর মেয়ে আমিনা বেগম ও দৌলতপুর ইউনিয়নের পশ্চিমগাঁও গ্রামের বাউল জুয়েল আহমদের পুত্র নাঈম আহমেদ।
তাদের পাশাপাশি অনেকটা আনন্দিত হয়ে তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএমও।