বিশ্বনাথে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আনহার বিন সাইদ বিশ্বনাথ প্রতিনিদি:
প্রকাশিত হয়েছে : ১০:৩৫:৫৬,অপরাহ্ন ২০ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৯২ বার পঠিত
বিশ্বনাথে শফিকুর রহমান চুনু (৪৫) নামের ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকেলে সিলেট নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর (বুবরাজান) গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে সিলেটের যুগ্ম অতিরিক্তি জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইবুনাল-১০ এর দায়রা ৬৪৪/১৮ নং মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর লালদিঘীরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে থানার এএসআই পরিমল চন্দ্র শীল বলেন, আগামীকাল রবিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।