গোলাপগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ৮:৫৯:১৮,অপরাহ্ন ২১ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৯৭ বার পঠিত
গোলাপগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে পৌর এলাকার কৈলাশটিলা ১নং গ্যাস ফিল্ডের সামনে সিলেট জকিগঞ্জ সড়কে চেকপোষ্ট বসিয়ে তাদের সিএনজি অটোরিক্সাসহ আটক করা হয়। আটকৃতরা হল- মোগলাবাজার থানার দক্ষিন সুলতানপুর এলাকার শরীফ মিয়ার পুত্র সাবেল আহমদ (৩৪), কুশিঘাট পালপাড়া এলাকার মৃত মোহন মিয়ার পুত্র জাহেদ আহমদ (৩০), কুচাই পশ্চিমভাগ আবাসিক এলাকার কামাল উদ্দিনের পুত্র সিএনজি চালক বুলবুল আহমদ(৩২)। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-২৬, তাং. ২০/০৭/১৯)দায়ের করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কৈলাশটিলা ১নং গ্যাস ফিল্ডের সামনে চেকপোস্ট বসিয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই খান জালাল একদল পুলিশ নিয়ে তাদের আটক করেন। এসময় তাদের দেহ তল্লাশী করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের ব্যবহৃত সিএনজি অটোরিক্সা (সিলেট-থ- ১২-২০৮১) জব্দ করা হয়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। গতকাল রোববার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।