গালাপগঞ্জের বাদেপাশায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ
গোলাপগঞ্জ প্রতিনিধি ::
প্রকাশিত হয়েছে : ৯:১০:৩৮,অপরাহ্ন ২১ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৮৪ বার পঠিত
গোলাপগঞ্জের বাদেপাশায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ সরকার বন্যার্তদের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগনকে ভালোবাসেন বলেই সকল নেতাকর্মীকে দুর্গত মানুষের কাছে পাঠিয়েছেন।
সরকারের পাশাপাশি সকলকে দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসতে হবে। রোববার গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের ডেপুটিবাজারে বিশিষ্ট ব্যবসায়ী এমকে শাফি চৌধুরী (এলিম চৌধুরী)’র সহযোগিতায় ত্রাণ বিতরণ কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাদেপাশা ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ বিভাগীয় সম্পাদক হোসেন আহমদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগ নেতা নাদিম মাহমুদ শিপলু, ইউনয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আতাউর রহমান, বাদেপাশা ইউনিয়ন আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য এনাম আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলিম উদ্দিন , এসআই ফুলন চন্দ্র, জুবের আহমদ প্রমুখ। এসময় বন্যা দুর্গত ২শ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।