বিশ্বনাথে বাস-পিকআপ মুখোমুখি
বিশ্বনাথ প্রতিনিদি:
প্রকাশিত হয়েছে : ৯:৪০:০৮,অপরাহ্ন ২২ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৩৩ বার পঠিত
বিশ্বনাথ-রশীদপুর সড়কে পিকআপ ও বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
২২ জুলাই সোমবার বিকেলে শাহজিরগাঁও সংযোগ সড়কের সামনে এঘটনা ঘটে। জানাগেছে, শাহজিরগাঁও গ্রামের সড়ক দিযে পিকআপ গাড়ী বিশ্বনাথ-রশীদপুর সড়কে উঠতে চায় এসময় সিলেট থেকে বিশ্বনাথগামী একটি বাস বিশ্বনাথ আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয়ে বাস খাদে পড়ে যায়। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।