গোলাপগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন
গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২:৪৯:৪৭,অপরাহ্ন ২৩ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৭৬ বার পঠিতসিলেটের গোলাপগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোলাপগঞ্জ সরকারী এমসি একাডেমী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় উপজেলা ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলায় অংশগ্রহন করেন।
সোমবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনুর রহমানের সভাপতিত্বে ও ফাজিলপুর-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার পারভেজ তালুকদার, জহিরুল ইসলাম, খায়রুজ্জামান, হাজী জছির আলীর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিন, শিক্ষক বুরহান উদ্দিন, মিফতাহ উদ্দিন, খলিলুর রহমানসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।