বালাগঞ্জে মৎস্য সপ্তাহ ২০১৯ এর সমাপ্তি
বালাগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ৯:২৯:৩৩,অপরাহ্ন ২৩ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৯৯ বার পঠিতবালাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে বালাগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২৩ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় বালাগঞ্জ উপজেলা হলরুমে মূল্যায়ন, পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইউনুস মিয়া। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা.) নির্মল চন্দ্র বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস। অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে বক্তৃতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হেলাল উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা মো. জসিম উদ্দিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, ওয়ার্ল্ড ফিসের প্রতিনিধি আতিকুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হুসাইন আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক একাত্তরের কথা ও টাইম সিলেট ডট কুম এর বালাগঞ্জ প্রতিনিধি তারেক আহমদ, সাংবাদিক জাকির হোসেন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শেখ আবু নাহিদ ও শামছুল ইসলাম সহ বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্য চাষী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে, উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষী ও বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোছা. সাজেদা বেগম ও গীতা থেকে পাঠ করেন নবমিতা চক্রবর্তী।