শফিকুর রহমান চৌধুরী যুক্তরাজ্য সফর শেষে মতবিনিময় সভা
আনহার বিন সাইদ বিশ্বনাথ প্রতিনিদি:
প্রকাশিত হয়েছে : ১০:৫৫:৫১,অপরাহ্ন ২৩ জুলাই ২০১৯ | সংবাদটি ৪২১ বার পঠিত
যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় তিনি নেতাকর্মীদের খোঁজখবর নেন ও বন্যার্ত মানুষদেরকে সার্বিক সহযোগীতা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, অর্থ সম্পাদক নূরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাবেক কার্যকরী সভাপতি শংকর দাশ শংকু, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল। যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট,
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, , প্রবাসী আওয়ামী লীগ নেতা চেরাগ আলী, নিজাম উদ্দিন, যুবলীগ নেতা আবদুর রউফ, আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম, ইয়াসিন আলী, ফয়ছল আহমদ মেম্বার, রনজিত দাশ, ইউসুফ আলী, রাজু আহমদ খান, জিয়াউল ইসলাম জিয়া, দুলাল আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সম্পাদক শাহ সাইদুল ইসলাম সুজা, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ খান, হিমেল আহমদ, আবিদুর রহমান আবিদ, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, মারুফ আহমদ প্রমুখসহ।