ফাইরুজ আলম আর্কিটেক্ট ইন্জিনিয়ার হতে চায়

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৪১:০৯,অপরাহ্ন ২৪ জুলাই ২০১৯ | সংবাদটি ৪২৪ বার পঠিত
ফাইরুজ আলম প্রাপ্তি, এবার এইচ এস সি তে সিলেট এম সি কলেজ হতে সকল বিষয়ে এ+ সহ গোল্ডেন জি পি এ ৫ পেয়েছে। উল্লেখ্য , সে পি ই সি, জে এস সি ও এস এস সি তে ও গোল্ডেন জি পি এ ৫ এবং স্কলারশীপ পেয়েছিল। প্রাপ্তি ভবিষ্যতে একজন আর্কিটেক্ট ইন্জিনিয়ার হতে চায়। ফাইরুজ আলম প্রাপ্তি সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের ও সি, মোঃ জামশেদ আলমের কন্যা,তার মা কবি ও লেখিকা আয়েশা মুন্নি। তার একমাত্র ভাই ফাইয়াজ আলম প্রাচুর্য সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীতে পড়ে। – বিজ্ঞপ্তি।