বিশ্বনাথে ত্রাণ বিতরণ করলেন সাবেক এম পি, শফিকুর রহমান চৌধুরী
আনহার বিন সাইদ বিশ্বনাথ থেকেঃ
প্রকাশিত হয়েছে : ৬:২৪:৩৫,অপরাহ্ন ২৪ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৬২ বার পঠিতসিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সরকার বন্যার্তদের পাশে আছে। মানুষের কষ্ঠ লাগবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার বন্যায় ক্ষতিগ্রস্থদের হাতে দ্রুত ত্রাণ পৌঁছিয়ে দিচ্ছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসীদেরকেও বন্যার্থদের পাশে দাঁড়ানোর আহবান করেন তিনি।
তিনি বলেন, এখন আর আমাদের বিদেশী কোনো রাষ্ট্রের ত্রাণ সহযোগিতার প্রয়োজন হয় না। এবারে দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থদের সরকার পর্যাপ্ত ত্রাণ সামগ্রী প্রদান করে যাচ্ছে। প্রকৃত বন্যা কবলিত মানুষ সরকারের দেয়া ত্রাণ সামগ্রী পাবেন। কেউ ত্রাণ সামগ্রী প্রাপ্তি থেকে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ।
তিনি বুধবার দুপুরে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নে বন্যার্ত ২০০টি পরিবারের মধ্যে ১০ কেজি করে দশঘর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সরকারি ত্রাণ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথাগুলো বলেন।
দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতিরের সভাপতিত্বে ও দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের পরিচালনায় ত্রাণ বিতরণ বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য চুনু মিয়া, আবদুস সোবহান, হরমুজ আলী, আবদুল আউয়াল, সংরক্ষিত মহিলা সদস্য জাহানার বেগম, উপজেলা ছাত্রলীগ নেতা শাহান শাহ্ সেলিম মিয়া, প্রমুখ।