মুসলিম উম্মাহর শান্তি কামনায় শেষ হলো শাহজালাল (রহ.) এর ওরস
টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৮:৫৫:৪৭,অপরাহ্ন ২৪ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৭৬ বার পঠিতমুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.) এর ৭০০তম ওরস সম্পন্ন হয়েছে।
বুধবার (২৪ জুলাই) ফজরের নামাজের আগে এই আখেরি মোনাজাতে অংশ নেন হাজার হাজার ভক্ত আশেকান। মোনাজাতের পর শিরনি বিতরণ করা হয়।
মাজারে গিলাফ ছড়ানো, পশু জবাই, রাতে মিলাদ মাহফিল, জিকির, ভক্তিমূলক গজল পরিবেশন ছিল ওরসের অন্যতম অনুসঙ্গ। ওরস কেন্দ্র করে দু’দিন জিকির-আজকারে মাতোয়ারা ছিলেন ভক্ত-আশেকানরা।
ওরস উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে ভক্ত-আশেকানরা দলে দলে মাজারে আসতে থাকেন। রাত ১২টার পর থেকে শুরু হয় ওরসের আনুষ্ঠানিকতা। রেওয়াজ অনুযায়ী শনিবার সকাল ৯টা থেকে শুরু হয় মাজারে গিলাফ ছড়ানো। চলে বিকাল পর্যন্ত।
এবারের ওরসে উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে পৃথক গিলাফ প্রদান করা হয়। এছাড়াও স্থানীয় নেতাকর্মীরা তাদের স্ব-স্ব পক্ষ থেকে মাজারে গিলাফ প্রদান করেন।