গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৯:১৪:৫১,অপরাহ্ন ২৪ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৭০ বার পঠিতগোলাপগঞ্জে পারিবারিক আত্মকলহের জের ধরে স্বামীর হাতে বৃদ্ধা স্ত্রী খুন হয়েছেন। নিহত বৃদ্ধা উপজেলার পৌর এলাকার রনকেলী (নুরুপাড়া) গ্রামের সুন্দর খাঁ (৬০) এর স্ত্রী মিনারা বেগম (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, ব্যক্তিগত জীবনে তারা দীর্ঘদিন থেকে দাম্পত্য জীবন চালিয়ে আসছেন। কিন্তু তাদের সন্তান জাবের আহমদ(৩০) দীর্ঘদিন এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটালে এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কয়েক দিন যাবৎ বিরোধ চলে আসছিল। ঘটনার ২দিন আগে একটি স্মার্ট ফোন চুরির ঘটনায় এলাকাবাসী তাদের এলাকা ছাড়ার নির্দেশ দিলে ছেলেকে নিয়ে মিনারা বেগম ও সুন্দর খাঁ’র মধ্যে আত্মকলহ চরম আকার ধারণ করে। এরই জের ধরে সুন্দর খাঁ স্ত্রীকে হত্যার পরিকল্পনা গ্রহণ করেন।
মঙ্গলবার (২৩ জুলাই) গভীর রাতে সে গামছা দিয়ে গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে পরিকল্পনা মাফিক ঘরের বেড়া ভেঙ্গে বের হয়ে আত্মচিৎকার দিতে শুরু করে। এসময় প্রতিবেশীরা এগিয়ে এলে নিজের স্ত্রীকে কে বা কারা হত্যা করে পালিয়ে গেছে বলে কান্নাকাটি করতে থাকে। এসময় প্রতিবেশীরা গোলাপগঞ্জ মডেল থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানার উপরে গামছা পেচানো অবস্থায় মিনারা বেগমের ফেলে রাখা লাশ দেখতে পায়। এসময় সুন্দর খাঁ অসলগ্ন কথাবার্তায় পুলিশের সন্দেহ হয়। এসময় থাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে আসে। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাগের বশবর্তী হয়ে স্ত্রীকে হত্যার করার কথা স্বীকার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গোলাপগঞ্জ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান জানান, ঘাতক স্বামী সুন্দর খাঁ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। মিনারার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।