কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সমাধান নিয়ে এলো ঝংজিং

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৪২:৪৫,অপরাহ্ন ২৪ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৫৭ বার পঠিত‘নতুন প্রজন্মের’ নেটওয়ার্কের উন্নয়নে মোবাইল ফোন সেবা দাতা প্রতিষ্ঠানের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সমাধান নিয়ে এলো ঝংজিং টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট (জেডটিই) করপোরেশন।
বুধবার (২৪ জুলাই) জেডটিই বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চীনা টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সমাধানটি মোবাইল অপারেটরদের ‘উন্নত এবং সাশ্রয়ী প্রযুক্তি’ উন্নয়নে সহায়তা করবে।
প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেছেন, প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে নেটওয়ার্কের সেবা দেওয়া পর্যন্ত সব কাঠামোগতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জেডটিইর সমন্বিত এআই সলিউশনের মধ্যে অ্যাপ্লিকেশন, ক্লাউড সেবা, চিপ এবং টার্মিনাল রয়েছে আধুনিক সেবা উন্নয়নের জন্য।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্লাউড সেবার মধ্যে ফেসিয়াল রিকগনিশন, মানুষ এবং পরিবহন যাচাইকরণ, কণ্ঠ যাচাই এবং স্বাভাবিক ভাষা প্রক্রিয়া (এনএলপি) অন্যতম বলেও জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।